Vabte Ghenna Lage Lyrics (ভাবতে ঘেন্না লাগে) Shofiqul – Imran

Vabte Ghenna Lage Lyrics (ভাবতে ঘেন্না লাগে) Shofiqul – Imran
Vabte Ghenna Lage Full Lyrics Song (ভাবতে ঘেন্না লাগে) Shofiqul - ImranSong: Vabte Ghenna Lage
Singer: Shofiqul
Tune & Music: Imran Mahmudul
Lyric: Snehashish Ghosh
Direction: Saikat Reza
Dop: Bikash Saha
Concept: SK. Shahed Ali
Production: SR Film
Label: Central Music and Video [CMV]

Vabte Ghenna Lage Lyrics In Bengali :

ভাসছে আমার চোখের জলে
সুখের তরী তোর,
ভালোই আছিস কারো সাথে
আমায় করে পর।

যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

পর ছিল সব এই দুনিয়ায়
আপন ছিলি তুই,
সেই ভুলই আজ বিঁধছে গায়ে
হয়ে বিষের সুই।
যার কাছে হয় নিজের ভালো
সবকিছুরই আগে,
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

বিশ্বাইতো চলে সবই
করছি আমি তাই,
তার প্রতিদান এমন হবে
ভুলেও ভাবি নাই।
মন দিয়া যে মনের মানুষ
মনেতে না রাখে..
এমন কাউরে বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।
যার কাছে মন নিয়া খেলা
পুতুল খেলা লাগে..
এমন মানুষ বাসি ভালো
ভাবতে ঘেন্না লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *