Tumi Shundor Lyrics (তুমি সুন্দর) Marcell – Mohobbot Natok

Tumi Shundor Lyrics (তুমি সুন্দর) Marcell – Mohobbot Natok
Tumi Shundor Lyrics (তুমি সুন্দর) Marcell - Mohobbot Natok
Song Details:
Song: Tumi Sundor
Drama: Mohabbat
Singer: Marcell
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Marcell
Directed by: Rubel Hasan
Written by: Mezbah Uddin Sumon
DOP: Kamrul Islam Shubho
Label: CMV

You may also like –

Bolo Na Radhika Lyrics (বোলোনা রাধিকা) Shah Jahan Regency – Monali Thakur

Koto Koto Mon Lyrics (কত কত মন) Finally Bhalobasha – Madhubanti Bagchi

EKOI POTHE CHOLNA RE LYRICS (একই পথে চলনারে) – IMRAN MAHMUDUL

 

Tumi Shundor Song Lyrics:

এতো সুন্দর কেন তুমি?
চোখ ফেরানো যায় না,
জানে আল্লাহ জানে রব
তুমি তোমার তুলনা,
আমার কাছে তুমি বিশেষ
তুমি শুরু আর তুমি শেষ,
হলপ করে বলতে পারি।

সাইয়া সাইয়া
তুমি ছাড়া মন আর কিছু বোঝেনা ..

তোমাকে পাওয়ার জন্য
ছাড়তে পারি দুনিয়া-দারি,
আমার শুধু তোমায় চাই।
মুখ ফুটে বলতে পারি
তোমাকে পাওয়ার জন্য
ছাড়তে পারি দুনিয়া-দারি
আমার শুধু তোমায় চাই,
মুখ ফুটে বলতে পারি
আমার কাছে তুমি বিশেষ
তুমি শুরু আর তুমি শেষ,
হলপ করে বলতে পারি।

সাইয়া সাইয়া
তুমি ছাড়া মন আর কিছু বোঝেনা ..

মুখ দিয়ে যাই বলো
তাইতো লাগে মধুর,
তোমার ছোঁয়ায় এক লহমায়
জীবন পেলো নতুন সুর।
আমার কাছে তুমি বিশেষ
তুমি শুরু আর তুমি শেষ,
হলপ করে বলতে পারি।

সাইয়া সাইয়া
তুমি ছাড়া মন আর কিছু বোঝেনা ..

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *