Tumi Koto Je Dure Lyrics (তুমি কতো যে দূরে)
Song: Tumi Kato Je Dure
Album: Fire Elam
Singer: RD Burman, Asha bhosle
Lyrics: Swapan Chakraborty
Tumi Koto Je Dure Lyrics :
তুমি.. কতো যে দূরে..
কোথা যে হারিয়ে গেলে..
আমার জীবন হতে…
ঠিকানা নেই.. বলো,
খুঁজি কোথায়… (x3)
আই… আই… আই…
আমি তো আছি, আছি তোমারি
তোমারি কাছে, তোমারি পাশে
তোমাতে মিশে,
তোমাকেই আমি ঘিরে আছি..
ও.. তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে,
আমারি সাথী হয়ে
আমি যে একা, বলো
তুমি কোথায়.. ?
ও.. তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে,
আমারি সাথী হয়ে
আমিযে একা,
তুমি কোথায় …. ?
আই.. আই.. আই..
হাতে হাত রেখে কথা দিয়েছি
কথা রাখিনি, ভালোবাসিতে
তাইতো আবার বারে বার আমি,
ফি.রে আসি..
তারা ..তারা. রা.রি.রা