Tumi Kothay Acho Lyrics (তুমি কোথায় আছো) Minar Rahman

Tumi Kothay Acho Lyrics (তুমি কোথায় আছো) Minar Rahman
Tumi Kothay Acho Lyrics Full Song (তুমি কোথায় আছো) Minar RahmanSong: Tumi Kothay Acho
Natok: Prosthan
Vocal, Tune & Lyrics: Minar Rahman
Music: Pavel Areen
Director: B U Shuvo
Label: G Series

Tumi Kothay Acho Lyrics :

কেমন যেনো হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিলো রঙরঙা,
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুঁজছে তোমার ঠিকানা।

কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা
কোথায় হারিয়ে রূপালি দুপুর,
অনেক অভিমানী হয়ে মনটা আমার
খুঁজছে তোমার ঠিকানা।

এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই,
রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল
এসোনা আবার সবটাই সাজাই..

তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেনো যে আজ দুজন দু’দিকে ভাসি,
আমি কোথায় আছি, তুমি কোথায় আছো
কেনো যে আজ দুজন দু’দিকে ভাসি।

কেমন যেন হয়ে আছে শহরটা
মানুষগুলো থমকে একা,
অবাক তাকিয়ে থাকা দূর আরও দূর
হারিয়ে সুরের সীমানা।

কোথাও বইছে মোহের মাতাল হাওয়া
কোথাও উড়ছে স্মৃতির পায়রা,
আলোর দিন আর রাতের আঁধারটা
করছে ভোরের অপেক্ষা।

এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই,
রূপালি রোদ আর বৃষ্টি বিলাসি বিকেল
এসোনা আবার সবটাই সাজাই ..

তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেনো যে আজ দু’জন দু’দিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছো
কেনোযে আজ দুজন দুদিকে ভাসি ..

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *