Tumi Je Amar Lyrics (তুমি যে আমার) Hridoy khanSong: Tumi Je Amar
Movie: Jodi Ekdin
Singer: Hridoy khan and Porshi
Tune: Hridoy Khan
Lyricist: Asif iqbal
Director: Mohammad Mostafa Kamal Raz
Music Label: Rtv Music
Tumi Je Amar Lyrics :
শিশির দেখে তুমি স্বপ্ন রাখো এঁকে
রোডের মাঝে স্পর্শ তোমার বাজে
হাত রাখো পাখি হয়ে পাড়ি দেবো
তোমার সাথে দূর অজানাতে।
মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।
বহুদূর পথ পাড়ি দিয়ে, দেবো আমিও জানিয়ে
ভালো যে বাসি আমিও ভাসি,
কি যে ময় বুকে জড়িয়ে।
মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।