TUMI JANO NA (তুমি জানো না) FULL LYRICS – X GIRLFRIEND
Song: Tumi Jano Na
Singer: Ahmed Souren & Adeeba Ali Anisha
Lyrics: Ahmed Souren
Music: Ahmed Souren
Label: CINEMAWALA
TUMI JANO NA FULL LYRICS X GIRLFRIEND Bangla:
কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা। – [২-বার]
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।
তুমি জানো না…
জানো না… জানো না…ও…ও।
তুমি জানো না…
জানো না…ও…ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?
কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা।
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।
তুমি জানো না…
জানো না… জানো না…ও…ও।
তুমি জানো না…
জানো না…ও…ও… ও…ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?
তোমার লাগি ঘুমাই আমি
তোমার এতো কি চিন্তা?
আমি যে তোমাকে ছাড়া
নতুন কিছুই বুঝি না।
আমার মনে জ্বালা বন্ধু
তুমি কেমনে বুঝিবা?
আমার মনে আজও আছে
তোমার লেখা কবিতা।
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো থাকি না।
তুমি তো তা জানো না রে
তুমি সেটা জানো না।
জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
আমায় দেইখা তোমার মুখে
হাসি কেনো ফুটে না?
আমিতো সেই আগের মতো
ভালোবেসেই গেলাম গা।
আমার মনে জুতা মাইরা
কি এমন মজা পাইলা?
তুমি জানো না…
জানো না… জানো না…ও…ও।
তুমি জানো না…
জানো না…ও…ও… ও…ও।
আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও? – [ ৩ বার ]