Tui Ki Amar Hobi Re Lyrics (তুই কি আমার হবি রে) Imran – Kona

Tui Ki Amar Hobi Re Lyrics (তুই কি আমার হবি রে) Imran – Kona
Tui Ki Amar Hobi Re Lyrics Song (তুই কি আমার হবি রে) Imran - KonaSong: Tui Ki Amar Hobi Re
Movie: Bishwoshundori
Vocal: Imran, Kona
Lyrics: Kabir Bakul
Tune & Composition: Imran Mahmudul
Director: Chayanika Chowdhury
Story: Rumman Rashid Khan
Editor: Iqbal Kabir Jewel
Producer: Sun Music and Motion Pictures Limited
Distributor: Jaaz Multimedia

Tui Ki Amar Hobi Re Lyrics :

রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?

আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।

চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে ..
তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে..
তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *