Tui Chara Ke Ache Amar Lyrics – Love Story
Song: Tui Chara Ke Ache Amar
Film: Love Story
Singer: Shashwat Singh
Music: Savvy
Lyrics: Pranjal
Programmed by Roop Mahanta
Guitars: Ankur Mukherjee
Mixed and Mastered by Roop Mahanta
Recorded at Playhead Studio, Mumbai by Rupjit Das
Tui Chara Ke Ache Amar Lyrics –
তুই ছাড়া কে আছে আমার
মেঘে-মেঘে হারিয়ে যাওয়া,
তুই ছাড়া কে আছে আমার….
জল রঙে ছবি আঁকবার।
আর এভাবেই যদি বৃষ্টি নামে
শুরু হবে কিছু কবিতা আবার……
তোর পথে সঙ্গে চলার,
খুঁজি অজুহাত গল্প বলার….।
তোর পথে সঙ্গে চলার
খুঁজি অজুহাত গল্প বলার….।
মন পাহারা
ভুলে ভাসলো প্রেমেরি জলে,
মন পাহারা
ভুলে ভাসলো প্রেমেরি জলে,
এক আকাশ তারারা
জেগে তুই ভালোবাসবি বলে।
আর এভাবেই যদি বৃষ্টি নামে
শুরু হবে কিছু কবিতা আবার……..
তোর পথে সঙ্গে চলার
খুঁজি অজুহাত গল্প বলার,
তোর পথে সঙ্গে চলার
খুঁজি অজুহাত গল্প বলার।