TOR MAYAGHORE (তোর মায়াঘোরে) FULL LYRICS – HABIB WAHID
Song: Tor Mayaghore
Singer: Habib Wahid
Lyrics: Rakib Hasan Rahul
Music: Habib Wahid
Label: HW Production
Release Date: Jan 15, 2019
TOR MAYAGHORE BY HABIB WAHID FULL LYRICS IN BANGLA:
হাঁটবো যতদূর পথটা হাঁটায়,
বাঁচবো এ জীবন যতটা বাঁচায়।
তোর হাত ধরে,
তোকে সাথে করে
ডুবে রবো শুধু,
তোর মায়াঘোরে।
মায়ারই অভিসার
হবে যে কতই,
ভালোবাসা দেখতে
তোরই মতোই।
তাই ঘুরেঘুরে,
আমি বারেবারে,
রয়ে যাবো জুড়ে,
তোর বাহুডোরে ।
তোর হাত ধরে,
তোকে সাথে করে,
ডুবে রবো শুধু,
তোর মায়াঘোরে।
হাঁটবো যতদূর পথটা হাঁটায়,
বাঁচবো এ জীবন যতটা বাঁচায়।