Tor Kinare Lyrics (তোর কিনারে) Leon Litu
Song: Tor Kinare
Singer: Leon Litu
Music: Sajid Sarker
Tune: Akaash Sen
Lyrics: Robiul Islam Jibon
Director: V Creation & Team
Production: V Creation
GFX: Nahid Hossain
Label: Central Music and Video [CMV]
Tor Kinare Lyrics :
হো.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
মনেরই কথা দিলাম জানিয়ে
আমারই সাথে তুই নে না মানিয়ে।
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও .. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।
আয় না এবার দু’পা বাড়িয়ে
সুখেরই দেশে যাবো হারিয়ে,
এ কেমন মায়া, দেখি তোর ছায়া
স্বপ্ন রঙে শুধু তোকে সাজাই, তোকে সাজাই,
ও.. তোর কিনারে মন মিনারে যেতে চাই
আজ আড়ালে হাত বাড়ালে বেঁচে যাই।