TOR BHALOBASHA (তোর ভালোবাসা) LYRICS

TOR BHALOBASHA (তোর ভালোবাসা) LYRICS
TOR BHALOBASHA (তোর ভালোবাসা) LYRICS Track Name : Tor Bhalobasha
Singer : Kazi Rafi
Lyrics : Kazi Rafi
Music : T.R Romance
Label : T.R. Romance
TOR BHALOBASHA LYRICS
এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

তোকে ভেবে চেয়ে থাকি ,
আকাশে একাকী।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

ছিলি যখন একা একা,
খুঁজে নিলি আমাকে ।
এখন সব ফিরে পেয়ে,
মিলে গেলি সাগরে ।

দিয়েছিলি কথা তুই ,
ভুলবিনা কখনো।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা ।

চাঁদ ওঠে আজও রাতে,
দূরের ওই আকাশে ।
নেই শুধু তুই আমার,
এ বুকের বা পাশে ।

দিয়েছিলি কথা তুই ,
ভুলবিনা কখনো।

এ বুকে আজও তোর ভালোবাসা,
তোর স্মৃতি নিয়ে বেঁচে থাকা ।
ফেরারী মন আজ বলে গেলো,
আর পাবোনা বুঝি তোর দেখা । – [ ২ বার ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *