TOMAY VALOBESHE Lyrics (তোমায় ভালবেসে) – TANVEER

TOMAY VALOBESHE Lyrics (তোমায় ভালবেসে) – TANVEER
TOMAY VALOBESHE Lyrics (তোমায় ভালবেসে) - TANVEERSong: Tomay Valobeshe
Singer: Tanveer
Music: Mushfiq Zakir
Lyrics: Tanveer and Mushfik Zakir

TOMAY VALOBESHE Lyrics (তোমায় ভালবেসে) Bangla:

হয়তো আমি এখনও আধারে তোমায় হাতরে বেড়াই ,
এখনও যেন স্বপ্নলোকে তোমাকেই ফিরে পাই ।

হয়তো এখনও বেহায়া এ মন লুকিয়ে আলতো করে ,
ভাবছে তোমায় আঁকছে ছবি নিজেরই অজানায় ।

সবটুকুই হোক তোমার যেন সূর্য চাঁদের মাঝে
লেখা থাক এ গল্পের ইতি নতুন এর শব্দে … ।

আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

ভালবেসেও মিথ্যে বলেছি , অজান্তে অনেক বার ,
সবকিছু জেনে তবু ভেবেছি তোমায় , ছিলেনা তুমি এ বৃত্তে আমার ।

বিধাতার কাছে চাইছি আমি ক্লান্ত হয়ে আজ আনমনে ,
দিয়ে দাও আমার স্বপ্ন গুলো আমায় ।

আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

আজ যেন এই , নতুন এই আকাশ , চাইছে তোমায় এখানে ,
বাতাসেও এই নতুন শব্দে , সাক্ষ্য দেয়ার সুর প্রতিক্ষণে ।

তবে আজ কেন দ্বিধা মনে , সম্পূর্ণতার পুরনক্ষনে ,
ভেবে নিয়েছি তোমায় নিজের করে ।

আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

You may also like –

Oviman Lyrics (অভিমান) – Tanveer Evan [Best Friend 3]

Bojhe Na Bou Lyrics (বোঝেনা বউ) Tahsan Khan – Safa Kabir

Babu Khaicho Lyrics (বাবু খাইছো) DJ Maruf

Jawl Phoring 2 Lyrics (জল ফড়িং ২) Anupam Roy [Prem Tame]

Amar Aguner Chhai Lyrics (আমার আগুনের ছাই) Raj Barman – Mon Jaane

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *