Tomay Mone Porchilo Lyrics (তোমায় মনে পড়ছিল) Rupankar Bagchi
Song: Tomay Mone Porchilo
Movie: Robibaar
Singer: Rupankar Bagchi
Lyrics & Composition: Debojyoti Mishra
Written & Directed by: Atanu Ghosh
DOp: Appu Prabhakar
Chief ADi: Tutul Pal
Produced by: Echo Entertainment Pvt. Ltd.
Presented by: Sandeep Agarwala
Label: Times Music Bangla
Tomay Mone Porchilo Lyrics :
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল।
দূরে গ্রামোফোনে আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল।
আলি আকবর শরদের তারে
তোমায় সুরে বাঁধছিলো।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল।
ব্যালকনি জুড়ে হঠাৎ কখন
এক ঝলক হাওয়ায়,
শীত নেমে এল অন্তরঙ্গ
কার হাতের ছোঁয়ায়..
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল,
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল।
দূরে গ্রামোফোনে আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল।
আলি আকবর শরদের তারে
তোমায় সুরে বাঁধছিলো।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পোড়ছিলো।