Tomay Chaowar Golpo Lyrics (তোমায় চাওয়ার গল্প) – Tahsin Ahmed

Tomay Chaowar Golpo Lyrics (তোমায় চাওয়ার গল্প) – Tahsin Ahmed
Tomay Chaowar Golpo Full Lyrics (তোমায় চাওয়ার গল্প) Song - Tahsin AhmedSong: Tomay Chaowar Golpo (তোমায় চাওয়ার গল্প)
Drama: Mon Mondire
Singer: Tahsin Ahmed
Lyrics: Anowar Hossain Ador
Tune And Music: Tahsin Ahmed
Cast: Manoj and Nabila
Director: Mizanur Rahman Aryan

Tomay Chaowar Golpo Lyrics:

কিভাবে বলো, এড়িয়ে যাই আর
কেন এভাবে তোমায় চায় মন
হয়তো সময়, আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।

বুকের কাছে কান পেতেছি রোজ
শুনতে চেয়ে শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই
পেরিয়েছে মন সীমানা তারও।

অভিমানী এই বিকেল ফুরোলে
হতে পারে একটা-দুটো ভুল..
হাওয়া ঘেঁষে ছুঁয়ে যেতে পারে
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।

যতদূর খুঁজি.. দুচোখ বুজে
তুমি ছবি আঁকো ভাবনারও।

বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই
পেরিয়েছে মন সীমানা তারও।

কীভাবে বলো, এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়, আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।

বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও। (x2)

তোমায় চাওয়ার গল্প লিরিক্স:

Kivabe bolo eriye jai rooj
Keno evabe tomay chaay mon
Hoyto somoy ashbe na bare baar
Jevabei hok bedhe feli ekhon

Buker kache kaan petechi rooj
Shunte cheye shunechi beshi aaro
Jototuku vebechilam ami chai
Periyechi mon simana taaro
Abhimani ei bikel furole
Hote paare ekta duto bhul
Hawa ghese chuye jete paare
Tomar amar trishnarto angul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *