Tomari Cholar Pothe Lyrics – Asha Bhosle
Movie: Ekanto Apon (1987)
Singer: Asha Bhosle
Music: R D Burman
Lyricist: Swapan Chakraborty
Director: Biresh Chatterjee
Music Label: Saregama Bengali
Tomari Cholar Pothe Lyrics :
ও.. তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা (x2)
তাই নিয়ে তুমি, আমায় করো ঋণী,
এটুকু আশা…
ও.. তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
আমারি জীবনে ওগো মোর বন্ধু,
আছে শুধু তোমারি দান
হয়তো কখনও না পাওয়ার বেদনায়,
হয়েছিল কিছু অভিমান (x2)
সুর ছিল প্রানে, দিয়েদিলে তুমি,
প্রানেরই ভাষা..
ও.. তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
হয়তো কোনদিন ভুলে যাবে তুমি,
ভুলতে কি পারবো তোমায়
তাই তো এসেছি আজকে তোমাকে,
নীরবে জানাতে বিদায় (x2)
এমনি করে চলে, জীবনে মরনে,
যাওয়া আসা..
ও.. তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি, আমায় করো ঋণী,
এটুকু আশা…
ও.. তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা..