Tomar Valo Hok Lyrics – Minar Rahman (তোমার ভালো হোক)
Song: Tomar Valo Hok
Drama: Mr. & Ms. Chapabaz
Singer: Minar Rahman
Lyrics: Mehedi Hasan Limon
Tune & Music: Rezwan Sheikh
Director: Rubel Hasan
DOP: Kamrul Islam Shubho
Edit & Color: Agun Suvo
Produced: Sk Shahed Ali
Label: Central Music and Video [CMV]
Tomar Valo Hok Song Lyrics:
চলে যাওয়া বলে কিছু নেই
সবই ফিরে ফিরে আসা,
জীবন গড়া ভীষণ কঠিন
পদ্ম পাতার জলে ভাসা।
তোমার স্বপ্ন ঘেরা চোখ
আমার সুখের অসুখ ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগাযোগ কমে যায় ধীরে ধীরে
সময়ের বয়স বাড়ে দিন দিন,
শুকনো গোলাপ জানে ডাইরির ভাঁজে
স্মৃতিরা কিভাবে হয় মলীন।
তবুও সেই স্মৃতি গুলো
তুমি হয়ে বেঁচে থাকুক ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজো শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগ-বিয়োগের নিছক খেলায়
মুখ ফিরিয়ে সবাই থাকে দূরে,
কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে
বারেবারে আমি যাই হারিয়ে।
জানি নেই কোনো কিছুই
তবুও সে ফিরে আসুক..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।