Tomar Naame Lyrics (তোমার নামে) – Mahtim Shakib

Tomar Naame Lyrics (তোমার নামে) – Mahtim Shakib
Tomar Naame Lyrics (তোমার নামে) - Mahtim ShakibSong: Tomar Naame
Drama: Popular Premik
Singer: Mahtim Shakib
Tune & Music: Neru
Lyrics: Mehedi Hasan Limon
Label: Central Music and Video [CMV]

Tomar Naame Lyrics :

যত কাছে যাই ইচ্ছে হয়
তোমার আরও কাছে থাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি।

তোমার নামে প্রেমের দামে
পেলেপুশে ইচ্ছে রাখি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি।

আদর করে হাতটা ধরে
আলতো স্বরে তোমায় ডাকি,
মন গহিনে খুব গোপনে,
যতন করে আগলে রাখি।
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি।

কাতর হয়ে থাকি নুয়ে
তোমার প্রেমে মগ্ন থাকি,
পাতায় পাতায় গল্প কথায়
তোমায় নিয়ে কাব্য লিখি।
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *