Tomar Bhetor Theke Lyrics (তোমার ভেতর থেকে) – Piya Chakraborty, Anupam Roy
Vocal & Lyrics: Anupam Roy, Piya Chakraborty
Music: Anupam Roy
Arrangement, Guitar: Anupam Roy
Recorded by: Debojit Sengupta
Mixed & mastered by: Shomi Chatterjee
Tomar Bhetor Theke Lyrics Song:
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর। (x2)
এখন মন, অন্য জন,
তোমার আয়নায় নেই আমি।
বৃষ্টি হীন, ক্লান্ত দিন,
আমার কথার পাগলামি।
তুমি আমায় চেনো কি ?
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই (x2)
কত যে মাস, এই প্রবাস,
তোমার চিন্তায় নেই আমি।
চলেছি তাই, গ্রহ তারায়,
কোথায় গিয়ে যেয়ে থামি।
তুমি আমায় চেনো কি ?
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।
তোমার ভেতর থেকে লিরিক্স Song:
Tomar Bhetor Theke Amay Jei Enecho Deke
Tomar ghorer bhitor amar ghor
Ekhon mon, onno jon,
Tomar aaynay nei aami
Bristi heen, klanto din,
Amar kothar paglami
Tumi amay cheno ki ?
Tomar Vetor Theke Amay Jei Enecho Deke
Tomar ghorer vitor amar ghor
Amar ogochore tumi acho nanan storey
Jokhon tokhon tomay chutey pai
Koto je mash, ei probash,
Tomar chintay nei ami
Cholechi tai, groho taray,
Kothay giye jeye thami