Tomake Paowa Lyrics (তোমাকে পাওয়া)

Tomake Paowa Lyrics (তোমাকে পাওয়া)
Tomake Paowa Full Lyrics Song (তোমাকে পাওয়া)Song: Tomake Paowa
Singers: Hridoy Khan & Tasnim Anika
Music: Thilina Boralessa
Lyrics: Shahan Kabondho
Lyrics Video: Shanaka Nimesh

Tomake Paowa Lyrics:

ফাগুনে হাওয়া, তোমাকে পাওয়া
যত দূরে চোখ, শুধু কল্পনা।
হওয়ার এসে কয় যাবোনা ফিরে আর
খুশিতে পৃথিবী জাগে।
ছবিতে এঁকেছি তুমিময় জীবন
কিছুতো এঁকে দাও মেঘে।

ফাগুনে হাওয়া, আগুনে হাওয়া, চোখ
ফাগুনে হাওয়া, আগুনে হাওয়া কল্পনা।

গল্প, কল্পনা হয় বিনিসুতো
স্বপ্ন শান্ত সাগরে আদোর।
সেই গল্পে.. শুরুতে শেষ, শেষে শুরু
মন ভেসে যায় অচিনপুরে দুরু।

ফাগুনে হাওয়া, আগুনে হাওয়া, চোখ
ফাগুনে হাওয়া, আগুনে হাওয়া কল্পনা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *