TOKEY CHHARA (তোকে ছাড়া) LYRICS – RAZ DEE

TOKEY CHHARA (তোকে ছাড়া) LYRICS – RAZ DEE
TOKEY CHHARA (তোকে ছাড়া) LYRICS - RAZ DEETrack Name : Tokey Chhara
Artist : Raz Dee
Lyrics : Abhishek Bagchi and Raz Dee
Composition : Raz Dee
Movie : Network
Label : Amara Muzik Bengali
TOKEY CHHARA LYRICS-
তোর চোখের কালো,
লাগে আজও ভালো।
আটকে থাকি আমি গভীরে।

হাওয়াতে ঢেউ খেলানো চুল তোর,
সে ভুলে আসে ফিরে ফিরে।
নিজের সাথে বলে নেবো
তোর সাথে বলা হাজার কথা।

হাসিতে আমি ডুবিয়ে দেবো আজ
যত না বলা গোপন কথা।

তোকে ছাড়া ঘুম আসে না,
তোকে ছাড়া ঘুম…
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া ..

তোর নালিশে, আবদার আদরে,
স্মৃতি ফেলে আসা বিছানায় সেই চাদরে।
মিসডকল তুই হোক,
কত কথা প্রতিদিন হাতে হাত রেখে
আমরা এই শহরে।

ছায়া হয়ে তুই ছিলি রোদ্দুরে,
আলো হয়ে সাথী রাতের আঁধারে।
যতনে রাখা তোর আকাশে ছবি
ফেলে হেটে গেছিস তুই সেদিন এই মনে।

তোকে ছাড়া ঘুম আসে না,
তোকে ছাড়া ঘুম…
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া ..

তোকে ছাড়া ভালো লাগে না আর ..
তোকে ছাড়া .. ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *