Tawhider E Murshid Lyrics (তাওহীদের ই মুর্শিদ আমার) Mahtim Shakib – Nazrul Geeti

Tawhider E Murshid Lyrics (তাওহীদের ই মুর্শিদ আমার) Mahtim Shakib – Nazrul Geeti
Tawhider E Murshid Lyrics (তাওহীদের ই মুর্শিদ আমার) Mahtim Shakib - Nazrul GeetiOriginal Credit: Kazi Nazrul Islam
Cover by: Mahtim Shakib
Re-Arrangement: Sharif Sumon Ghuddy & RiZvi AdIt
Mix And Master: Sharif Sumon Ghuddy
Video Editing: Rafsaan Chowdhury
Lyrical Video: Md. Arman
Studio: STUDIO SOUNDHACKER
Visual: Welkin Films

Tawhider E Murshid Lyrics In Bangla:

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।
ওই নাম জপলেই বুঝতে পাবি
খোদায়ি কালাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নাম এর যে রশি ধরে
যাই আল্লার পথে,
ওই নাম এর যে ভেলায় চড়ে
ভাসি নূর এর স্রোতে।
ওই নাম এর বাতি জেলে দেখি,
আরশের মোকাম,
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নামের দামান ধরে আছি
আমার কিসের ভয়,
আমার কিসের ভয়।
ওই নামের গুনে পাবো আমি
খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়।
তার কদম মুবারক যে আমার,
বেহেস্তী তানযান,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

May you also like –

Oviman Lyrics (অভিমান) – Tanveer Evan [Best Friend 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *