TAPUR TUPUR (টাপুর টুপুর) LYRICS – ROSOGOLLA
TAPUR TUPUR (টাপুর টুপুর) LYRICS - ROSOGOLLASong : Tapur Tupur
Singer : Arnab Dutta
Lyrics : Arnab Dutta
Music : Arnab Dutta
Movie : Rosogolla (2018)
Label : Windows Music
TAPUR TUPUR Lyrics-
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।

রং-বেরঙের বেলোয়ারী
সাত রঙা রং মুখ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবনভরের সুখ,
রে জীবনভরের সুখ।

যখন শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু’জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।

শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু’জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।

গাইবো তোরই দৃষ্টিপানে,
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।

কেমন করে এমন হলো,
যা হতো না আগে।
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে। – [ ২ বার ]

বলি ও সজনী, –
বলি ও সজনী,
তোর হাতে যে আমার জীবনটাই।

টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।