SUTO KATA GHURI (সুতো কাঁটা ঘুড়ি) LYRICS – PORAMON 2
Song: Suto Kata Ghuri
Film: Poramon 2
Music Director: Akassh
Singer: Akassh & Nodi
Lyrics: Gazi Mazharul Anwar
Label : Jaaz Multimedia
Release Date : Jun 9, 2018
SUTO KATA GHURI (সুতো কাঁটা ঘুড়ি) LYRICS-
তুই চুল করে দে এলোমেলো
ভেঙে দে না চুড়ি,
তোর প্রেমে এখন আমি
সুতো কাঁটা ঘুড়ি। – [ ২ বার ]
আমি তোর সাথে উড়বো,
আমি তোর সাথে ঘুরবো,
তোর সাথে দিনে রাতে,
খেলবো লুকোচুরি।
তুই চুল করে দেএলোমেলো
ভেঙে দে না চুড়ি,
তোর প্রেমে এখন আমি
সুতো কাঁটা ঘুড়ি।
ও তোর মনের গহীন জলে
ফেলবো প্রেমের বড়শি,
মাছের মতন ঠোকর দিবি
দেখুক পাড়া-পড়শী।
কোমরের ঐ বিছা দিয়ে,
তোকে বেঁধে রাখবো।
কাজল ধোয়া চোখ নিয়ে,
তোরই ইশারাতে ডাকবো।
আমি তোর স্বপ্ন দেখবো,
বুকে তোর ছবি আঁকবো,
তোর সাথে বৈঠা হাতে,
দেবো সাগর পাড়ি।
তুই চুল করে দে এলোমেলো,
ভেঙে দে না চুড়ি,
তোর প্রেমে এখন আমি,
সুতো কাঁটা ঘুড়ি।
ও তোর কারণে হাজার বছর
জন্ম আমি নেবো।
এই পৃথিবীর সবটুকু সুখ,
তোকেই আমি দেবো।
দুঃখের কাঁটা বিঁধুক পায়ে,
তোর কাছে তো আসবো।
না পেলেও অনেক পাওয়ার,
স্বপ্নে আমি ভাসবো।
আমি তোর সাথে বাঁচবো,
আমি তোর সাথে মরবো,
হীরা-মানিক চাই না আমার,
প্রেমেরই ভিকারি।
তুই চুল করে দে এলোমেলো,
ভেঙে দে না চুড়ি,
তোর প্রেমে এখন আমি,
সুতো কাটা ঘুড়ি। – [ ২ বার ]
তোর প্রেমে এখন আমি সুতো কাঁটা ঘুড়ি !