Sorgo Lyrics (স্বর্গ) Imran Mahmudul – Chirkut Shortfilm

Sorgo Lyrics (স্বর্গ) Imran Mahmudul – Chirkut Shortfilm
Sorgo Full Lyrics Song (স্বর্গ) Imran Mahmudul - Chirkut ShortfilmSong: Sorgo
Shortfilm: Chirkut
Vocal, Tune & Composition: Imran Mahmudul
Lyricist: Snahashish Ghosh
Story: Sourov Istiak
Direction: Mahmud Mahin
DOP: Shanto and Anik
Edit: Mahmud Mahin
Produced by: Adbox
Lebel: GaanBox

Sorgo Lyrics :

স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে,
জেনে রাখিস তোর হৃদয়,
এখন থেকে কারো নয়
প্রেমের খাঁচায় বন্দি তুই
আর তো চাওয়ার নেই কিছুই।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।

এভাবে, যেভাবে যাচ্ছে যে সময়
কল্পলোকে আছি আমি তাই মনে হয়।
এ জীবন, কতটা হতে পারে সুন্দর
প্রেমে পড়ে বুঝেছি তা এতদিন পর।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।

পৃথিবী দিয়েছে কতো কি উপহার
তোর থেকে দামি তাতে নেই কিছু আর,
আজীবন খেয়ালে রবে যে আমার
তোর কিছু হলে যে মন মরবে আমার।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *