Sobar Durga Maa Lyrics (সবার দূর্গা মা) Kumar Sanu
Song Name: Sobar Durga Maa
Singer: Kumar Sanu
Music & Lyrics: Shovon Ganguly
Music Arrangement: Ranodeep Mukherjee
Stotro: Rabin Majumdar
Dop: Subhadeep Bag
Choreography by: Soujit, Somali & team Beatbusters
Edit: Hiranmay Biswas
Label: Asha Audio
Sobar Durga Maa Lyrics –
ঢাকে যেই পড়লো কাঠি
হয়ে যায় জমজমাটি,
আলোরই খুশির রঙে সব।
ধনুচি নাচের তালে
নাচে মন সাতসকালে,
আমাদের এ দুর্গোউৎসব।
হ্যাঁ, বাংলা মাতলো আবার
পোশাকের রঙ্গীন বাহার,
ভুলে যাই আপন বা কে পর।
রমরমা মজাতে ভাই
প্রাণ খুলে নাচো সবাই,
মেতে যায় বাঙালিদের ঘর।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
মা গো তোমার আগমনে
ঘরে ঘরে খুশি থাক,
হৃদয় জুড়ে থাকলে আসিস
সব অন্ধকার দূরে যাক।
ছন্দেতে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশ বন,
শরতেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
Like Other Puja –
Bolo Dugga Maa Lyrics (বলো দুগ্গা মা) Durnibar – Durga Puja Song