Shune Ne Lyrics (শুনে নে) Love Aaj Kal Porshu
Song: Shune Ne
Movie: Love Aaj Kal Porshu
Singers: Dev Arijit, Nikhita Gandhi
Music: Arindom
Lyrics: Prasen
Direction: Pratim D Gupta
Cinematographer: Subhankar Bhar
Presenters: Shrikant Mohta & Mahendra Soni
Producer: SVF Entertainment
Shune Ne Lyrics :
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম।
লুকোনো সে যে একপাশে
লুকিয়ে দেখো বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
লুকোনো আছে একপাশে
লুকিয়ে কেউ বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম.. ও.. নাম..
ঘুমিয়ে কেউ তোরই সাথে
হাতের পাশে হাত রাখে,
না পাওয়া কিছু ছবিগুলো আজও
পাওনা করি নিজে নিজে, ভুলতে বসে।
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম, ও.. নাম..