Shudhu Tomay Ghire Lyrics (শুধু তোমায় ঘিরে) Imran Mahmudul

Shudhu Tomay Ghire Lyrics (শুধু তোমায় ঘিরে) Imran Mahmudul
Shudhu Tomay Ghire Full Lyrics Song (শুধু তোমায় ঘিরে) Imran MahmudulSong: Shudhu Tomay Ghire
Singer: Imran Mahmudul
Lyrics: Sharif Al-Din
Tune: Nazir Mahamud
Music: Musfiq Litu
Story, Screenplay & Direction: Vicky Zahed
DOP: Bidrohi Dipon
Production: V Creations
Label: Dhruba Music Station

 

Shudhu Tomay Ghire Lyrics:

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙাবো,
ভালোবাসার চোখ রাঙাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

আনমনে আলতো করে
হাত ছোঁয়াবো মুখে,
তোমার চোখে জল গড়াবে
একটুখানি সুখে।
অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙাবো,
ভালোবাসার চোখ রাঙাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

আলগোছে আঁকড়ে ধরি
মুখ লুকানো হাসি,
তোমার বুকে আছড়ে পড়ি
আমি অহর্নিশি।
অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙ্গাবো,
ভালোবাসার চোখ রাঙ্গাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *