Shopoth Lyrics (শপথ) – Minar Rahman

Shopoth Lyrics (শপথ) – Minar Rahman
Shopoth Lyrics (শপথ) - Minar RahmanSong: Shopoth
Singer: Minar Rahman
Lyric: Mizanur Rahman Aryan
Tune: Sajid Sarker
Music: Sajid Sarker
Drama: Batch 27 Last Page
Label: Cd Choice
Director : Mizanur Rahman Aryan

Shopoth Lyrics (শপথ) –

সব যেন আছে আগেরই মতো,
শুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি ,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।

তুমি ছিলে … আছো আজও ,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে ।

জীবন হয়তো যাবে কেটে ,
কান্না , হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো ,
তোমার জন্য কথা জমা নীল খামে ।

তুমি ছিলে … আছো আজও ,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে ।

যাও দৃষ্টির অগোচরে যতো ,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে ,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে ,
স্মৃতি গুলো যাবে রয়ে ।

তুমি ছিলে … আছো আজও ,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে । – [২ বার]

You may also like –

Abar Brishti Hobe Lyrics Minar Rahman (আবার বৃষ্টি হবে) Shusmita Anis

Tomar Valo Hok Lyrics – Minar Rahman (তোমার ভালো হোক)

Bohemian Lyrics (বোহেমিয়ান) – Tanjib Sarowar – Afran Nisho – Mehazabien

Ektukhani Lyrics (একটুখানি) – Minar Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *