SHOPNO BHEJA MEGH LYRICS (স্বপ্ন ভেজা মেঘ) – MINAR RAHMAN

SHOPNO BHEJA MEGH LYRICS (স্বপ্ন ভেজা মেঘ) – MINAR RAHMAN
SHOPNO BHEJA MEGH FULL LYRICS (স্বপ্ন ভেজা মেঘ) - MINAR RAHMANSong: Shopno Bheja Megh
Singer: Minar Rahman
Lyric: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
Label: Central Music and Video [CMV]

SHOPNO BHEJA MEGH LYRICS SONG:

তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শতশত ঝুকি। – [২-বার]

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ। – [২-বার]

প্রিয় গানে, সব কলিতে
তোমায় শুধু মনে পরে।
এই অনুভব হয় যখন এই মন
ভীষণ ভাবে প্রেমে পরে।

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ।
তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ।

তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শতশত ঝুকি।

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ। – [২-বার]

You may also like –

Abar Brishti Hobe Lyrics Minar Rahman (আবার বৃষ্টি হবে) Shusmita Anis

Khunsuti Lyrics (খুনসুটি) – Minar Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *