Shopno Bheja Megh Lyrics (স্বপ্ন ভেজা মেঘ) Song – Minar Rahman

Shopno Bheja Megh Lyrics (স্বপ্ন ভেজা মেঘ) Song – Minar Rahman
Shopno Bheja Megh Lyrics (স্বপ্ন ভেজা মেঘ)Song: Shopno Bheja Megh
Drama: First Love
Singer: Minar Rahman & Puja
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Rezwan Sheikh
Label: Central Music and Video [CMV]

Shopno Bheja Megh Lyrics Song:

তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি। (x2)

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ। (x2)

প্রিয় গানে, সব কলিতে
তোমায় শুধু মনে পড়ে।
এই অনুভব হয় যখন এই মন
ভীষণ ভাবে প্রেমে পড়ে।

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ। (x2)

তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি।

তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।

তুমি যেন খুঁজে পাওয়ার
সুখের একটি দেশ,
তোমাতেই আছি বেশ। (x2)

স্বপ্ন ভেজা মেঘ লিরিক্স Song:

Tomay pabar icchey gulo dilo mone uki
Tomar jonno nite pari shoto shoto jhuki
Tomay ghire ekhon amar onek onek abeg
Tomay vebe urche moner shopno veja megh
Tumi jeno khuje paowar sukher ekti desh
Tomatei achi besh

Priyo gaane shob kolite
tomay sudhu mone pore
Ei anubhob hoy jokhon
Ei mon vishon vabe preme pore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *