Shono Mon Boli Tomay Lyrics (শোন মন বলি তোমায়)
Singer: RD Burman, Asha Bhosle
Lyric: Swapan Chakroborty
Music: Rahul Dev Burman
Shono Mon Boli Tomay Lyrics:
শোন মন বলি তোমায়
সব করো প্রেম করো না,
প্রেম যে কাঁঠালের আঠা ..
আর লাগলে পরে ছাড়ে না (x2)
দিনে কাজ, রাতে ঘুম
কেড়ে নেবে, যে পিরীতি।
হো.. ছারখার, করে দেবে,
যেমন করে দিনে ডাকাতি।
পারা পা, পারা পা, পারা পা
পারা পা, পা, পা, পা, পা
যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও
ধরতে য়ে কেউ পারে না।
শোন মন বলি তোমায়
সব করো প্রেম করো না,
প্রেম যে কাঁঠালের আঁঠা ..
আর লাগলে পরে ছাড়ে না।
যাবো গো, সেই দেশে
যেখানেতে, প্রেম আজানা,
কাজ নেই, শুধু শুধু,
খাল কেটে, কুমির আনা।
পারা পা, পারা পা, পারা পা
পারা পা, পা, পা, পা, পা
প্রেমের ভূতে যদি একবার ধরে গো,
ওঝা সেই ভূত ঝাড়ে না।
শোন মন বলি তোমায়
সব করো প্রেম করো না ..
প্রেম যে কাঁঠালের আঁঠা ..
আর লাগলে পরে ছাড়ে না।