Sholpo Kothar Golpo Lyrics (স্বল্প কথার গল্প) Tahsan
Song: Sholpo Kothar Golpo
Drama: Hello Silvi
Singer: Tahsan Rahman Kha
Lyrics: Omar Farook Bishal
Tune & Music: Joy Shahriar
Story Thinking: Sadik Sharif Rajon
Cinematography: Mir Hannan
Script & Direction: Rasheda Akter Lajuk
Label: Soundtek
Sholpo Kothar Golpo Lyrics :
স্বল্প কথার গল্প শোনো,
নেই তুমিহীন ভাবনা কোনো।
তোমায় ঘিরে, ঠোঁটের নীচে
জমানো কথা যত।
মনে তোমার মন হলে যোগ,
পেতাম আকাশ ছোঁয়ার সুযোগ।
এক জনমেও বলার সময়,
পাবোনা জানি ততো।
আমার আমির, কতটা তুমি
আজও হয়নি বলা।
দেবে কি ঠাঁই, ইচ্ছেটা তাই
হাত ধরে পথ চলা।
এ মন এখন তোমায় ছাড়া,
পাইনা কিছু ভাবার।
ইচ্ছেগুলো দিচ্ছে তাড়া,
তোমার কাছে যাবার।
আমার আমির, কতটা তুমি
আজও হয়নি বলা।
দেবে কি ঠাঁই, ইচ্ছেটা তাই
হাত ধরে পথ চলা।