SHOKAL HASHE (সকাল হাসে) LYRICS – DOHON (2018)
Song : Shokal Hashe
Singer : Imran & Bushra Shahriar
Lyrics : Bushra Shahriar
Music : Emon Shaha
Movie : Dohon(2018)
Label : Jaaz Multimedia Ltd.
SHOKAL HASHE Lyrics-
আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,
আর একফালি সুখ
মনের আঙিনায়।
আমি ঘুম হতে তাই,
তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই। – [ ২ বার ]
জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়। – [ ২ বার ]
আমার সকাল হাসে।
মন আমার,
কোন সে দূর অজানায়,
হারালো ভালোবেসে তোমায়।
তোমাতে,
বিলীন হয়ে আজ,
লিখেছি প্রেমের কবিতা।
ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার,
তুমি সেই কবিতা,
ছন্দে গড়া পুঁতির মালা।
জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়।
আমার সকাল হাসে।
এই জীবন রঙ্গীন হলো আজ,
তোমাকে কাছে পেয়েছি তাই।
দিয়েছি তোমাকে এ মন,
এসেছে প্রেমেরই লগন।
ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার,
তুমি সেই লগনে,
কিছু না বলা কথা আর নাই।
জানি না বুঝিনা,
কেনো মন মানে না,
এই মন শুধু তোমাকে চায়।
আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,
আর একফালি সুখ
মনের আঙিনায়।
আমি ঘুম হতে তাই,
তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই।
আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায়,