Sesh Dekha Lyrics (শেষ দেখা) Arman Alif
Song: Sesh dekha
Singer: Arman Alif
Lyric: Proshenjit Mondal
Tune: Mahfuz Imran
Music: JK Majlish
Director: BM Saiful Islam
Story: Proshenjit Mondal
DOP: A M Rizu
Edit & Color: S M Tushar
Label: DP Music Station
Sesh Dekha Lyrics :
ছলছল আঁখি আর জল ভরা চোখ
বুক ভরা ব্যাথা আর বিরহ দু’চোখ।
সব কিছু দিয়ে তুই অচেনা
মরে গেছে অন্তর পেয়ে প্রহসন্তর
প্রান তবু তোকে ছাড়া বাঁচে না।
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।
সোনালি বিকেলটা আসেনা তো আর
হয়না খোঁপায় দেয়া ফুল,
অভিমানে কেউ মুখ করে নাতো ভার
কথা কাজে হলে কোনো ভুল।
তর মতো কেউ আর করে না শাসন
তুই ছাড়া কারো হতে পারিনি আপন।
অনুরোধ এসে তুই রেখে যা
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।
স্মৃতিরও আকাশে শুধু সুখেরা আমার
দুঃখের বাতাসে ভরা ঘোর,
একা একা ভোর করি নিদ্রা বিহিন
বেদনার বিরহে প্রহর।
ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আঁধার।
কপালে শেষ আদর এঁকে যা..
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষ বার এসে তুই দেখে যা।