SAGARIKA LYRICS (সাগরিকা) Ayub Bachchu Cover by Mahtim Shakib
Original Credits:
Song: Shagorika (সাগরিকা)
Singer: Ayub Bachchu & Kanak Chapa
Lyric: Kabir Bakul
Tune and Music: Alauddin Ali
Label: G-Series
Sagarika Lyrics Song:
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায়
সাগরিকা, বেঁচে আছি,
তোমারি ভালোবাসায়.. (x2)
আকাশে বাতাসে,
এই কথা জানিয়ে দেবো
তোমাকে না পেলে,
আমি তখনই মরে যাবো (x2)
সাগরিকা, বেঁচে আছি,
তোমারি ভালোবাসায়।
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায়
সাগরিকা, বেঁচে আছি,
তোমারি ভালোবাসায়।
বিরহে, মিলনে,
আছো আনন্দ অভিমানে
চাওয়াতে, পাওয়াতে,
আছো এই জীবনের গানে (x2)
সাগরিকা, বেঁচে আছি,
তোমারি ভালোবাসায়।
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায়
সাগরিকা, বেঁচে আছি,
তোমারি ভালোবাসায়। (x2)
SAGARIKA LYRICS SONG:
Akash chuyeche mati ke Ami chuyechi tomay
Projapoti chuyeche ful Tumi chuyecho amay
Sagarika benche achi Tomari bhalobashay
Akashe batashe ei kotha janiye debo
Tomake na pele ami tokhoni more jabo
Sagorika benche achi Tomari valobashay
Birohe milone acho anondo abhimaane
Chawate pawate acho ei jiboner gaane.
You may also like –
Tomay Notun Kore Lyrics (তোমায় নতুন করে) Love Aaj Kal Porshu
Kichu Kotha Lyrics (কিছু কথা) Tahsan
Tumi Thako Kotodure Lyrics (তুমি থাকো কতদূরে) Minar Rahman
Hariye Jawar Gaan Lyrics (হারিয়ে যাওয়ার গান) Paanch Phoron
Shei Chena Raasta Lyrics (সেই চেনা রাস্তা) Arko
Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics Mohiner Ghoraguli