Sagar Dake Aay Aay Lyrics (সাগর ডাকে)
Movie: Jiban Saikate (1972)
Singer: Asha Bhosle
Music & Lyrics: Sudhin Dasgupta
Director: Swadesh Sarkar
Sagar Dake Aay Aay Lyrics :
সাগর.. ডাকে আয় আয় আয়
আমার গানে, জীবন আনে
চলার ইশারায় .. আয়, আয়
সাগর.. ডাকে আয় আয় আয়।
ছুটে ছুটে চিরোদিন খেলায় ভুলে
কূলে এসে উচ্ছ্বাসে উঠেছি দুলে (x2)
খুশির নেশা ঢেউ এর বুকে,
আমার ভালবাসা ..
সাগর .. ডাকে আয় আয় আয়।
চঞ্চল হৃদয় এর স্বপ্ন স্রোতে
চিহ্ন রেখে যাই প্রেম সৈকতে
ডেকে ডেকে উদ্দাম এই সঙ্গীতে
আকাশের শূন্যতা চাই ভরে দিতে,
ডেকে ডেকে উদ্দাম এই সঙ্গীতে
আকাশের শূন্যতা চাই ভরে দিতে,
আমার ধ্বনি প্রতিধ্বনি বাতাস,
ছড়িয়ে যায় ..
সাগর.. ডাকে আয় আয় আয়
আমার গানে, জীবন আনে
চলার ইশারায় .. আয়, আয়
সাগর.. ডাকে আয় আয় আয়।