Saat Sotero Lyrics (সাত সতেরো) – Minar Rahman

Saat Sotero Lyrics (সাত সতেরো) – Minar Rahman
Saat Sotero Lyrics (সাত সতেরো) - Minar RahmanSong: Saat Sotero
Singer: Minar Rahman
Music: Musfiq Litu
Lyrics: Lalon Lohani
Tune: Nazir Mahamud
Label: Central Music and Video [CMV]

Saat Sotero Lyrics :

আমার আলসেমিতে
ঘুম যদি না ভাঙ্গে
তুই একটু শাসন করিস,
যদি খামখেয়ালি, দেখিস আমাতে
তুই ইচ্ছেমত বকিস।

যদি তোর চোখেতে, আমার দু’চোখ
খোঁজে ভোরের আলো,
যদি ভুলো মনে ভুলে আমি
বাসি একটু ভালো..
সাত সতেরো না ভেবে তুই
একটু আমায় ভাবিস,
তোর চোখে চোখে রাখিস।

অনিচ্ছাতে ইচ্ছে যদি থাকি
দেয়াল গড়ে থাকিস,
তোর আবেগে রং তুলিতে
তুই আমার স্বপ্ন আকিঁস।

যদি তোর চোখেতে, আমার দু’চোখ
খোঁজে ভোরের আলো,
যদি ভুলো মনে ভুলে আমি
বাসি একটু ভালো..
সাত সতেরো না ভেবে তুই
একটু আমায় ভাবিস,
তোর চোখে চোখে রাখিস।

অবিশ্বাসে বিশ্বাস যদি মেশে
আমায় আগলে রাখিস,
তোর খেয়ালে দৃশ্যপটে
তুই আমার গল্প লিখিস।

যদি তোর চোখেতে, আমার দুচোখ
খোঁজে ভোরের আলো,
যদি ভুলো মনে ভুলে আমি
বাসি একটু ভালো..
সাত সতেরো না ভেবে তুই
একটু আমায় ভাবিস,
তোর চোখে চোখে রাখিস।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *