Rosogolla Anthem Lyrics (রসগোল্লা) – Anupam Roy
Movie Name: Rosogolla
Song Name: Rosogolla Anthem (রসগোল্লা বন্দনাগীতি)
Singer: Anupam Roy and Arka Mukherji
Additional Vocals: Khyanda, Shamik Chakraborty
Music and Lyrics: Anupam Roy
Rosogolla Anthem Lyrics In Bengali:
জীবন জটিল বড়
কোথায় যে সুখ, আহা
কি খেলে জুড়াবে প্রাণ
থাকবে হাসি মুখ, সাধু, সাধু
জীবন জটিল বড়
কোথায় যে সুখ, আহা
কি খেলে জুড়াবে প্রাণ
থাকবে হাসি মুখ,
রহস্য জাল ছিঁড়তে জানে,
রহস্য জাল ছিঁড়তে জানে
সেই আসল রসিক
ভালো থাকার মন্ত্র নাকি
একদম বেসিক, সাধু, সাধু।
গোল্লা, গোল্লা, গোল্লা, গোল্লা..
কে মন্ত্র জানে এমন শক্তিশালী
যাতে রোষে বসে থাকে সব বাঙালী
কে মন্ত্র জানে এমন শক্তিশালী, শক্তিশালী
যাতে রসে বসে থাকে সব বাঙালী, সব বাঙালী
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
গপ-গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান
ভাইরে হিন্দু মুসলমান,
দাদারে ভাইরে হিন্দু মুসলমান।
হে, গোল গোল গোল রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা।
গোল্লা, গোল্লা, গোল্লা, গোল্লা..
জীবন মরণের এ সীমানায়
লাল কিমবা সবুজ জামানায়
পোলাও মাংস পেতে পড়ার পরেও
প্রাণটা একটু মিষ্টি মিষ্টি করে
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
রসে মাখামাখি এটা বাঙালিদের গান
আরে বাঙালীদের প্রাণ, হ্যাঁ বাঙালীদের গান
গোল, গোল, গোল, রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা।
বাতাস কহিল ওরে,
সে তুই চিনি বল বা গুড়
ছানা খাঁটি হলে ভীষণই মধুর
এ জিনিস যে নিজে হাতে বানায়,
কে? নবীন ময়রা ?
তার কল্যাণ হোক, কল্যাণ হোক,
পরমেশ্বর জানায়।
ভালোবাসা রাতে বা সকালে
জানিনা কি মধু যে মাখালে
যত্ন করে তুলে রাখা হাঁড়ি
পিঁপড়ে যদি লাগে কেলেঙ্কারি
খেতে ভালোবাসে বোলো কে না, কে না
দশটা খেলেও মন যেন ভরে না, ভরে না
খেতে ভালোবাসে বলো কে না, কে না
দশটা খেলেও মন যেন ভরে না, ভরে না
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
গপ-গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান
ভাইরে হিন্দু মুসলমান,
দাদারে ভাইরে হিন্দু মুসলমান।
হে, গোল গোল গোল রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা….
রসগোল্লা বন্দনাগীতি লিরিক্স – অনুপম রায়:
JIbon jotil boro kothay je sukh
Ki khele jurabe praan thakbe haasi mukh
Rohosshya jaal chirte jaane sei ashol rosik
Valo thakar montro naki ekdom besik
Ke montro jaane emon shoktishali
Jaate rose boshe thake shob bangali
Bangalider gorbo eta banglar somman
Gop-gopiye khacche dekho hindu musolman
Gol gol gol rosogolla
Are Gol gol gol roshogolla
Jibon moroner e shimanay
Lal kimba sobuj jamanay
Polao mangsho pete porar poreo
Praan ta ektu misti misti kore
Bangalider garba eta banglar shomman
Roshe makhamakhi eta bangalider gaan
Aare bangalider praan..
You may also like –
Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি) – Minar Rahman
Bedona Modhur Hoye Jay Lyrics (বেদনা মধুর হয়ে যায়) Jagjit Singh – Imran
Tumi Bhule Gecho Amake Lyrics (তুমি ভুলে গেছো আমাকে) – Samz Vai
Neel Golap Lyrics (নীল গোলাপ) – Minar Rahman
Amar Ekta Nodi Chilo Lyrics (আমার একটা নদী ছিল) – Pothik Nobi