Jibon Zay Lyrics (জীবন যায়) Kathbirali
Song: Rongin Ghuri
Singer: Keshab Dey
Lyrics: Ruhani
Tune: Azim Babu
Music: Real Ashique
Directed By: Antor Hasan
Edit & Color: TD Dipok
Graphic designer: Asraf Shanto
Produced By: Mohammad Iqbal Hossain
Label & Marketing: Six Seasons Multimedia
Rongin Ghuri Lyrics :
রঙিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কার অপেক্ষায় বসে থাকো পরে নীল শাড়ি
সে কি তোমায় বাসে ভালো আমার চেয়ে বেশি?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কিছুদিন আগে তুমি কথা দিয়েছিলে
সারাজীবন রবে আমার পর তবুও হলে,
আমি ছিলাম তোমার কাছে সাজানো এক পুতুল
কেন এমন করলে তুমি কি ছিল গো ভুল ?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি।
রঙীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
স্মৃতিগুলো তোমার আমার পড়ে আছে মনে
নতুন করে বেঁধেছো ঘর আমার একা করে,
চলে যদি যাবার ছিলো কেন কাছে এলে?
ভালোবাসার বিনিময়ে কিবা আমায় দিলে।
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে ওড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।