ROJ BELA SESHE LYRICS (রোজ বেলা শেষে) – MAHTIM SHAKIB
SONG Details:
Song: Roj Bela Seshe
Singer: Mahtim Shakib
Lyric: Sirajum Munir
Music: Naved Parvez
Drama: RINI(2019)
Production: Mr.Aryan Films
ROJ BELA SESHE LYRICS Song:
আমার আকাশ কুসুম
ভাবনাগুলো
পেয়ে তোমায় হলো খুব গোছালো।
অনুভুতি ছুঁয়ে আসা বাতাসের ঘ্রাণে,
আমি মিশে থাকি,
গানে আর শত অভিমানে।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু’হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে,
বেলা শেষে।
কিছু একলা সময় এসে পাশে,
খুব আপন হয়ে নিঃশ্বাসে।
আজ রাত্রি জড়িয়ে আছে এ মন,
পিছু ছাড়ছে না কেন যে অকারণ।
আলো হারাবার আগে,
যে গোধূলি
হয় অকারণ খুবই অভিমানী।
নেবো দু’হাত মেলে তার সবই,
তোমার অগোচরে প্রতিদিনই।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু’হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে, বেলা শেষে।
You may also like –
Eibar Bujhechhi Shohoje Lyrics (এইবার বুঝেছি সহজে) – Madhumita Chatterjee
Megheri Khame Lyrics (মেঘেরই খামে) by Imran Mahmudul
Hashtag Lyrics (হ্যাশট্যাগ) – Shaon Gaanwala – Paanch Phoron
Dur Thekeo Lyrics (দূর থেকেও) Siam
Mayabono Biharini Horini Lyrics (মায়াবন বিহারীনি) Rabindra Sangeet