REPLY OF OPORADHI (বলবি তবু জানি আমি অপরাধী রে) Lyrics – Dipanwita Bhattacharjee

REPLY OF OPORADHI (বলবি তবু জানি আমি অপরাধী রে) Lyrics – Dipanwita Bhattacharjee
REPLY OF OPORADHI (বলবি তবু জানি আমি অপরাধী রে) Full Song Bangla Lyrics - Dipanwita BhattacharjeeSong: Reply Of Oporadhi
Vocal & Lyrics: Dipanwita Bhattacharjee
Original song credit: Arman Alif
Music Arrangement: Anup Chowdhury and Pradip Ghosh
Guitar: Nitesh Dey
Bass Guitar: Tuhin Chowdhury
Recording and Mixing: Pradip Ghosh

 

Bolbi Tobu Jani Ami Oporadhi Re Lyrics:

Tor kothatei toke kichu proshno korlam
Tui kemon kore hiseb koris
Valobashar daam
Ki kore aaj bodlere jai
Somoy somoy shob
Shob ki tobe dhorbo re tor
Mitthey anubhob

Bolbi tobu jani ami Oporadhi re
Eshob kotha shuneo ami
Aajo achi re
Aajo achi eki bhabe shopno kichu sei
Morbo tobu bhorbo toke valobashatei

Reply Of Oporadhi Lyrics In Bangla:

তোর কথাতেই তোকে কিছু
প্রশ্ন করলাম
তুই কেমন করে হিসেবে করিস
ভালোবাসার দাম
কি করে আজ বদলের যাই
সময় সময় সব
সব কি তবে ধরবো রে তোর
মিথ্যে অনুভব (x2)

ওরে মন যদি তুই বুঝিস তবে
আজকে দেখি বল
সেইদিন কি মিথ্যে ছিল
আমার চোখের জল
একটাবারও যাবার সময়
ডাকলি নাক তুই
কষ্ট গুলো রোজ রাতে আজ
আঁকড়ে ধরে শুই

বলবি তবু জানি আমি
অপরাধী রে
এসব কথা শুনেও আমি
আজও আছি রে
আজও আছি একই ভাবে
স্বপ্ন কিছু সেই
মরবো তবু ভরবো তোকে
ভালোবাসাতেই

অন্ধ চোখে আজও দেখি
সামনে তো তুই নেই
আবেগ গুলো জমছে আমার
বন্দি মনেতেই
গানের সুরে আটকে পড়ে
আজও ভাবি রোজ
কেমন করে একবারও তুই
নিশানা আমার খোঁজ (x2)

মনের স্ক্রিনে ব্লক করেছিস
ফোনের কথা থাক
তবু তোর কথারই নানান ছবি
যত্নে তোলা থাকে
আমিতো রোজ তারায় তারায়
একটা খবর পাই
পাল্টে যাওয়াই স্বভাব সবার
দুঃখ এতে নাই

বলবি তবু জানি আমি
অপরাধী রে
এসব কথা শুনেও আমি
আজও আছি রে
আজও আছি একই ভাবে
স্বপ্ন কিছু সেই
মরবো তবু ভরবো তোকে
ভালোবাসাতেই, আ আ আ..

ভালোই আছিস কাজের ফাঁকে
এটাই আমি চাই
তাই ভালোবাসার প্রমান দেবার
আজকে কিছুই নাই
তবু পারলে ভাবিস একটাবারও
পুড়িয়ে ফেলার আগে
তোর সব দোষারোপ আমার মনের
কোথায় গিয়ে লাগে (x2)

তোর খাঁচাতে বাঁধলাম ঘর
বন্দি হলাম নিজে
হলদে বিকেল ঝাপসা আলোয়
তোর চোখেতেই ভিজে
আজকে আকাশ শূন্য আবার
কঠিন কিছু মেঘ
সেই মেঘেতে পাথর ঝরে
বৃষ্টিতে আবেগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *