Rag Kore Thaka Jai Na Lyrics Song (রাগ করে থাকা যায় না) Mahtim Sakib
Song: Rag Korey Thaka Jai Na
Singer: Mahtim Sakib
Music: Rezwan Sheikh
Lyrics & Tune: Snahashish Ghosh
Produced and Distributed by: Central Music and Video [CMV]
Rag Kore Thaka Jai Na Lyrics Song :
কোন এক পিছুটান
ভেঙ্গে দিলো ব্যবধান
দেখা হয়ে গেলো তাই আবার,
মিলেছি দুটিতে এই আমি কিছুতে
হারাতে দেবো না তোকে আর।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে।
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া,
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
মন যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই,
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।