Radha Lyrics (রাধা) Asur – Iman Chakraborty
Song: Radha
Movie: Asur
Singers: Iman Chakraborty & Shovan Ganguly
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guha
Story, Screenplay & Direction: Pavel
D.O.P.: Joydip Bose
Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label: Grassroot Entertainment
Radha Lyrics :
আমি রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
দাফন হবো তোর সাথে
তাই কাফন খুঁজে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির,
হয়রান সে আর পায়না যে তীর
হয়রান সে আর পায়না যে তীর।
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।