PYAR KI DOSE ( প্যায়ার কি ডোজ ) LYRICS – VILLAIN

PYAR KI DOSE ( প্যায়ার কি ডোজ ) LYRICS – VILLAIN
PYAR KI DOSE ( প্যায়ার কি ডোজ ) LYRICS - VILLAINTrack Name : Pyar Ki Dose
Singer : Armaan Malik
Lyrics : Rivo
Composition : Dev Sen
Movie : Villain (2018)
Label : SVF
PYAR KI DOSE LYRICS-
উড়ু উড়ু করে মন তোকে চায় সারাক্ষন
বেহায়া হয়েছে চরম।
আজ আবার একাকার
প্রেমের এই ফিবার
ওড়ালো লজ্জা সরম।

চোখে লেগেছে ধোঁয়া,
তোর আঙ্গুল ছোঁয়া,
নেশা আমাকেই ছুঁয়েছে বেদম।

নেই ঠিক ঠিকানা,
ভুলে গিয়ে বাহানা
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।

বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। – [ ২ বার ]

লুকোচুরি খেলা খেলেছি এবেলা,
কেন যে হাইফাই লাগে তোর আদর।
বুকে জলে আগুন – হারাবো বেমালুম,
রাত থেকে হোক ভোর।

দূরে চল না হারাই কোনো অচেনা পাড়ায়,
হোক দেখা শোনা দু একবার।
আজ নেই ঠিকানা ভুলে গিয়ে বাহানা,
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম।

বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ ,
বেবি রোজ রোজ রোজ
চ্যাডি প্যায়ার কি ডোজ। – [ ২ বার ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *