Puran Jailkhana Lyrics (পুরান জেলখানা) Arman Alif

Puran Jailkhana Lyrics (পুরান জেলখানা) Arman Alif
Puran Jailkhana Lyrics Song (পুরান জেলখানা) Arman AlifSong: Puran Jailkhana
Singer: Arman Alif
Music: Sahriar Rafat
Lyric & Tune: Riaz
Directed By: Mohammad Rasel Abir
AD: Morsalin Alif Xion
Edit & Color: Saddam Hossain Saad
Label: Agniveena

Puran Jailkhana Lyrics :

ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ইটের দেয়াল আমার সীমানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার ঠিকানা।

বাইরের ওই লাল-নীল বাতী চোখে পড়ে না
ভাই’বোন আর মা’বাবারেও কতদিন দেখিনা।
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না,
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা।

জেলখানার ওই সেন্ট্রিচট আমারই সম্বল
এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।
মাসুদ রানা আর আসে না
আগের মতো আড্ডা জমে না,
বন্ধুবান্ধব আর আসেনা
আগের মতো আড্ডা জমে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার সীমানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা,
তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা।

Play on Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *