Priyotama Mone Rekho Lyrics (প্রিয়তমা মনে রেখো) Kumar Sanu

Priyotama Mone Rekho Lyrics (প্রিয়তমা মনে রেখো) Kumar Sanu
Priyotama Mone Rekho Full Lyrics Song (প্রিয়তমা মনে রেখো) Kumar SanuSong: Priyotama Mone Rekho (প্রিয়তমা মনে রেখো)
Singer: Kumar Sanu
Music Director: Arup Pranay
Lyricist: Pulak Banerjee
Label: Saregama India Ltd

Priyotoma Mone Rekho Lyrics:

কত যে সাগর নদী,
পেরিয়ে এলাম আমি
কত পথ হলাম যে পার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকেতো দেখিনি গো আর। (x2)
প্রিয়তমা, মনে রেখো,
অণুপমা, মনে রেখো।

হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল
উড়ে যায় আঁচল যে ওড়ে এলো চুল (x2)
আলতা পায়ে, আলতো ছোঁয়ায়
পথ চলো প্রিয়া যে আমার..
অনেক দেখেছি তবু তোমার ও মুখখানি
স্বাধ হয় দেখিগো আবার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকেতো দেখিনিগো আর
প্রিয়তমা .. মনে রেখো,
অণুপমা .. মনে রেখো।

সোনায় সোনায় মোড়া নীল নীল’আকাশ
শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস (x2)
কাজলা চোখে মিষ্টি চাওয়ায়
ছবি আঁকো প্রিয়া যে আমার..
অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে
স্বাধ হয় দেখিগো আবার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকেতো দেখিনিগো আর।

কত যে সাগর নদী,
পেরিয়ে এলাম আমি
কত পথ হলাম যে পার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর।
প্রিয়তমা, মনে রেখো,
অণুপমা, মনে রেখো..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *