Prem Chole Jay Lyrics (প্রেম চলে যায়) Sadman Pappu

Prem Chole Jay Lyrics (প্রেম চলে যায়) Sadman Pappu
Prem Chole Jay Lyrics (প্রেম চলে যায়) Sadman PappuSong: Prem Chole Jay (প্রেম চলে যায়)
Singer: Sadman Pappu
Music: Ankur Mahamud
Lyrics and Tune: Karjon Roy
Flute: Saeed Hasan Babu
Label: Eagle Music

Prem Chole Jay Lyrics Song:

ঐ দেখো ঐ পালকি চড়ে
স্বপ্ন চলে যায়।
বেনারসি জড়িয়ে সে
দূরের কোন গাঁয়। (x2)

আমার প্রেম চলে যায়, চলে যায়,
দুঃখ দিয়ে দিয়ে চলে যায়। (x2)

ও পাথর দিয়ে নয়তো গড়া
আমার এ অন্তর,
আঘাত পেলেই এই মনেতে
উঠে দারুন ঝড়। (x2)
তবু কেন ঐ কারিগর আমারে কাঁদায়?

আমার প্রেম চলে যায়, চলে যায়,
দুঃখ দিয়ে দিয়ে চলে যায়। (x2)

হায়রে মানুষ আমি
দুঃখ পেলে কান্দে দুই নয়ন,
মানুষ বলেই দুঃখ পাবো
আমি আজীবন। (x2)
সুখের আশায় প্রিয় মানুষ
দূরে সরে যায়।

আমার প্রেম চলে যায়, চলে যায়,
দুঃখ দিয়ে দিয়ে চলে যায়। (x2)

ঐ দেখো ঐ পালকি চড়ে
স্বপ্ন চলে যায়।
বেনারসি জড়িয়ে সে
দূরের কোন গাঁয়। (x2)

আমার প্রেম চলে যায়, চলে যায়,
দুঃখ দিয়ে দিয়ে চলে যায়। ৩
দুঃখ দিয়ে দিয়ে চলে যায়..

প্রেম চলে যায় লিরিক্স – সাদ্দাম পাপ্পু Song:

Oi dekho oi palki chore shopno chole jay
Benaroshi joriye se durer kono gaay
Amar prem chole Jay chole Jaay
Dukkho diye diye chole jay

Pathor diye noyto gora amar ei antor
Aghat pelei ei monete uthe darun jhor
Tobu keno oi karigor amare kaday?
Hayre manush ami dukkho pelei
kande dui noyon

Manus bolei dukkho pabo ami aajibon
Sukher ashay priyo manus dure shore jay

You may also like –

Aami Aachhi Lyrics (আমি আছি) Rupam Islam

Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics (আমার মনে যারে চায়) Samz Vai

Shune Ne Lyrics (শুনে নে) Love Aaj Kal Porshu

Kon Gopone Lyrics (কোন গোপনে) Surangana

Bokhate Lyrics (বখাটে) Imran Hossen Emu

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *