Pora Mon Lyrics (পোড়া মন) Raj Barman – Ke Tumi Nandini
Movie: Ke Tumi Nandini
Song: Pora Mon
Singer: Raj Barman and Trissha Chatterjee
Lyrics: Prasen
Music Director: Amlaan
Director: Pathikrit Basu
D.O.P: Indranath Marrick
Label: SVF
Pora Mon Lyrics In Bangla:
ওরে পোড়া মন, ওরে পোড়া মন
পুড়ে পুড়ে যায় যখন তখন।
ওরে পোড়া মন, ওরে পোড়া মন
জ্বলে পুড়ে ছাই নিজের মতন।
তোকে ছাড়া চলে না, রাতে রাত ঢলে না,
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
মন রে, মন রে, মন রে, মন রে,
সে রোদের আসমানী নীলে,
বেসামাল তুমিও তো ছিলে।
তোকে ছাড়া চলে না, রাতে রাত ঢলে না,
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
সে ঘুমের অতল গভীরে,
আমি চাই তুমি এস ফিরে ফিরে।
ও.. তোকে ছাড়া চলে না, রাতে রাত ঢলে না
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।