Pora Chokhe Lyrics – JalShaGhar – Apurba

Pora Chokhe Lyrics – JalShaGhar – Apurba
Pora Chokhe Lyrics – JalShaGhar – ApurbaPora Chokhe Lyrics from JalShaGhar Bangla Telefilm: Presenting Bangla Heart Touching Song ‘Pora Chokhe Shopno Pure’ Lyrics Starring: Ziaul Faruq Apurba, Mehazabien Chowdhury & Mamo The song is sung by Ahmmed Humayun And Bangla Song Lyrics written by A Mizan.

Pora Chokhe Lyrics In Bangla :

পোড়া চোখে স্বপ্ন পুড়ে
নাই শুধু নাই, তুমি নাই
নিভু নিভু করে এ জীবন
জ্বলে উঠে তোমার ইশারায়।

কি করে যে তোমাকে বোঝাই
রোদ্দুরে মেঘের খেলা
দুঃখ কি আড়াল করা যায়
কখনো কভু একেলা।

হয়নি পাওয়া তোমাকে,
মনে ব্যথার সাতকাহন
আধার মোড়ানো স্মৃতি
নিঃস্ব হবার বাহন।

কি করে যে তোমাকে বোঝাই
রোদ্দুরে মেঘের খেলা
দুঃখ কি আড়াল করা যায়
কখনো কভু একেলা।

চলছে জীবন জুড়ে
সব হারানোর আয়োজন
থমকে যাওয়া সুখের
করি ব্যথার উদযাপন।

কি করে যে তোমাকে বোঝাই
রোদ্দুরে মেঘের খেলা
দুঃখ কি আড়াল করা যায়
কখনো কভু একেলা।

পোড়া চোখে স্বপ্ন পুড়ে
নাই শুধু নাই, তুমি নাই
নিভু নিভু করে এ জীবন
জ্বলে উঠে তোমার ইশারায়।

কি করে যে তোমাকে বোঝাই
রোদ্দুরে মেঘের খেলা
দুঃখ কি আড়াল করা যায়
কখনো কভু একেলা।
Pora Chokhe Lyrics :

Pora cokhe shopno pure
nai shudu nai tumi nai
Nibhu nibhu kore e jibon
jole othey tomar isharay

Ki kore je tomake bojhai
roddure megher khela
Dukkho ki aral kora jaay
kokhono kobu ekela

Hoini paowa tomake
mone bethar saatkahon
Andhar morano amriti
nissho hobar bahon

Colche jibon jure
shob haranur ayojon
Thomke jaowa sukher
kori bethar udjapon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *