Phirbe Ghore Meye Amar Lyrics (ফিরবে ঘরে মেয়ে আমার) Pratik Kundu

Phirbe Ghore Meye Amar Lyrics (ফিরবে ঘরে মেয়ে আমার) Pratik Kundu
Phirbe Ghore Meye Amar Lyrics Song (ফিরবে ঘরে মেয়ে আমার) Pratik KunduSong: Phirbe Ghore Meye Amar
Singer: Pratik Kundu
Additional Voice: Shaoni, Pragya & Hafiza
Music & Lyrics: Pratik Kundu
Director: Krish Bose
Edit & Color: Sanjoy Dasgupta
Producer: The Bong Media
Recording Studio: Studio Dhaaron
Music Label: The Bong Studio

Phirbe Ghore Meye Amar Lyrics :

নারী মানে স্ত্রী, নারী মানে মা
নারী মানে আমাদের বোন,
তাই তাদের স্থান সবার আগে
আর তাদের সাথে অনাচার হলে
নিজেকে পুরুষ বলতে লজ্জা লাগে।

শোনো,
আজ যেটা খবরে দেখছো সেটা
তোমার সাথেও হতে পারে
তোমার মা, বোন অথবা দিদি হতে পারে
জেগে ওঠো নিজের কেউ ধর্ষিতা হওয়ার আগে
না হলে জানোয়ারে তাদের শরীরও খেতে পারে।
মানুষ নয় এরা নরখাদক
ধর্ষণে ধর্ষিতা বাড়ছে রোজ
চোখের সামনে ঘটে তবু যারা চুপ থাকে
ফেসবুকে প্রতিবাদে সব সরব।

বাড়ে আঘাত, প্রতিবাদ করবে কে
ব্যস্ত খুব তাইতো চুপ, সব দেখে
কে পুরুষ কাপুরুষ সব এখানে
নিজের আঘাত নিজেরই হাত নেয় ঢেকে
পোশাকেরই দোষ হবে সবশেষে
ভাঁজ খাঁজ দেখা যায় নাকি তিন চার মাসে
তবু কেন তিন চার মাসের বাচ্চাদেরও রেপ হয়?
এই সবের উত্তর আছে কার কাছে?

ধর্ষক রাস্তায় বুক ফোলাচ্ছে আর
ধর্ষিতা লজ্জায় মুখ লোকাচ্ছে
সমাজ সচেতন কষ্ট পাচ্ছে
সবকিছু জেনে বুঝে পিট বাঁচাচ্ছে
নারী দূর্গা দুর্গতিনাশিনী
পরাধীন হতে সে তো এ জগতে আসেনি
কেন ছুঁড়ে অ্যাসিড, পুড়িয়েছো মুখ তার
সেটা তার স্বেচ্ছা সে কেন ভালোবাসেনি।

বাড়বে চিন্তা বাবা-মা র
কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসী ভদ্রবেশী
মানুষের নোংরামির হাতিয়ার,
দৈর্ঘ্য প্রস্থ কি জামার
করে দেবে তার চরিত্র বিচার,
লজ্জাটুকু তারা উপড়ে নেবে
তারা মানুষরুপী জানোয়ার।

চায়ের আসরে মুখরোচক খাবার
ঠাট্টা খিল্লি চরিত্রের বিচার,
ধর্ষিতা ফের ধর্ষণের শিকার
লেট্ করে বাড়ী ফেরে ছেলেদের সাথে ঘোরে
মেয়েটারই দোষ ছোট ছোট ড্রেস পরে
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করে
মেয়েটারই দোষ, মেয়েটারই দোষ
বলে দাও ধর্ষিতা নিজের ইচ্ছাতে সেক্স করে?

মাথাতেই বিষ ভরে নারী নাকি দেবী তবে
দেবী কে নিয়েই কেন বেশ্যাবৃত্তি কেচ্ছাসৃষ্টি
কেন তবে তারই বা দোষ কি তোর আত্মতুষ্টি
তার অশ্রু বৃষ্টি।
নোংরা দৃষ্টি দিয়েই ফিল করার ছুতো
ভীড় ট্রেনে বাসে কনুইয়ের গুঁতো,
লুপ্ত বাসনা লুকিয়ে রেখেছো যত
তারা অন্তরালে বাড়িয়ে যাচ্ছে ক্ষত।

জেনে বুঝে ঘুমিয়ে থাকলে সরকার
রাস্তাজুড়ে প্রতিবাদ ও দরকার
নিজের ঘরে করলে হবে ধিক্কার?
একসাথেই তো তুলতে হবে চিৎকার।
কে চুকাবে ধর্ষিতার কান্না?
মিনমিনীয়ে ভিক্কা চাওয়া আর না
দুর্বিসহ পরিস্থিতির প্রতিকার
নিজেদেরই হাতে তুলে নিতে হবে অধিকার।

পথেঘাটে বা আমার নিজের ঘরে
কোথায় নিরাপদ আমি?
চিল শকুনের নোংরা শহর থেকে
নিস্তার চাই আমি।
নজরে নগ্ন আমার শরীর
স্পর্শে জমছে ক্ষত,
প্রতিপদে গিলে খাওয়া ভয় যত সরিয়ে
বাঁচবো নিজের মতো।

বাড়বে চিন্তা বাবা-মা র
কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসী ভদ্রবেশী
মানুষের নোংরামির হাতিয়ার,
দৈর্ঘ্য প্রস্থ কি জামার
করে দেবে তার চরিত্র বিচার,
লজ্জাটুকু তারা উপড়ে নেবে
তারা মানুষরুপী জানোয়ার।

Leave a Reply

Your email address will not be published.